ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সোহমের নায়িকা হয়ে পর্দায় ফিরছেন নুসরাত

  • পোস্ট হয়েছে : ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
  • 25

বিনোদন ডেস্ক : মা হওয়ার কয়েকদিন পরই কাজে ফিরেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। অক্টোবরে তিনি শুটিংয়ে যুক্ত হবেন তিনি। ছবিতে সোহমের বিপরিতে দেখা যাবে নুসরাতকে। ‘জয় কালী কলকাত্তেওয়ালি’ শিরনামের ছবিটি পরিচালনা করেছে সুদেষ্ণা রায়।

সুদেষ্ণা জানিয়েছেন, নুসরাতের কাছে একটু ভয়ে ভয়েই গিয়েছিলাম। ছেলেকে রেখে এখন কাজ করতে পারবে কি না বা শারীরিকভাবে কতটা তরতাজা, এ নিয়ে দ্বিধা ছিলই। কিন্তু সামনা সামনি দেখে অবাক হয়েছি। মাত্র এক মাসে প্রায় আগের মতোই ছিপছিপে তিনি!

সোহম-নুসরাত এর আগে রবি কিনাগি পরিচালিত ‘জামাই ৪২০’ ছবিতে জুটি হলেও সম্ভবত প্রথম জুটি বাঁধছেন সুদেষ্ণা-অভিজিতের ছবিতে। রাজনীতির দুনিয়াতেও মিল রয়েছে তাদের। নুসরাত, সোহম যথাক্রমে তৃণমূলের সাংসদ, বিধায়ক।

নুসরাতের ছবির তালিকা বলছে, ২০১৮ থেকে সচেতন ভাবেই বেছে বেছে অন্য ধারার ছবি করছেন ঈশান-জননী। তালিকায় রয়েছে, ‘ক্রিসক্রস’, ‘অসুর’, ‘এসওএস কলকাতা’, ‘ডিকশনারি’র মতো ছবি।

সুদেষ্ণার দাবি, ‘রাকা’ও তথাকথিত নায়িকাসুলভ চরিত্র নয়। এখানে নুসরাত এ প্রজন্মের প্রতিনিধি, যে একা থাকে। নাচ শিখিয়ে উপার্জন করে। ছবির নায়ক সোহমকে ঠিক পথের দিশা দেখায়। এর জন্য তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে, লড়াই করতে হবে।

নুসরাত কি তা হলে অ্যাকশনেও অংশ নেবেন? পরিচালক জানিয়েছেন, সরাসরি অ্যাকশন না করলেও চুপচাপ বসে থাকবেন না। দরকারে নিজেকে নিজেই রক্ষা করে নেবেন। কেমন চেহারা হবে ‘এসওএস কলকাতা’র ‘আমান্ডা’র? আধুনিক কিন্তু উগ্র নয়, দাবি সুদেষ্ণার। তাকে স্কার্ট-স্প্যাগেটি বা কুর্তা-ট্রাউজারে দেখা যাবে।

পরিচালক জানিয়েছেন, পরবর্তী ছবিও তার ব্যতিক্রম নয়। এ প্রজন্মের তিন বন্ধু অনীশ, সুজয় ও মিলি কাজের অভাবে পকেটমারাতে হাত পাকাবে। এর মধ্যে হঠাৎই শহরের বুক থেকে উধাও হয়ে যায় এক কালীমূর্তি। সেই ঘটনাকে ঘিরেই গল্প এগোবে। কীভাবে অনীশের জীবনে রাকা আসবে সেটাও গল্পের আরও একটি মোড়।
ছবিটিতে অনীশের চরিত্রে দেখা যাবে সোহমকে। এছাড়া থাকছেন কাঞ্চন মল্লিক, সুস্মিতা চট্টোপাধ্যায়, সোমরাজ মাইতি, অনির্বাণ চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা রতি পাল, সুমিত সমাদ্দার, বুদ্ধদেব ভট্টাচার্য এবং চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত।

বিজনেস আওয়ার/২৬ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সোহমের নায়িকা হয়ে পর্দায় ফিরছেন নুসরাত

পোস্ট হয়েছে : ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : মা হওয়ার কয়েকদিন পরই কাজে ফিরেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। অক্টোবরে তিনি শুটিংয়ে যুক্ত হবেন তিনি। ছবিতে সোহমের বিপরিতে দেখা যাবে নুসরাতকে। ‘জয় কালী কলকাত্তেওয়ালি’ শিরনামের ছবিটি পরিচালনা করেছে সুদেষ্ণা রায়।

সুদেষ্ণা জানিয়েছেন, নুসরাতের কাছে একটু ভয়ে ভয়েই গিয়েছিলাম। ছেলেকে রেখে এখন কাজ করতে পারবে কি না বা শারীরিকভাবে কতটা তরতাজা, এ নিয়ে দ্বিধা ছিলই। কিন্তু সামনা সামনি দেখে অবাক হয়েছি। মাত্র এক মাসে প্রায় আগের মতোই ছিপছিপে তিনি!

সোহম-নুসরাত এর আগে রবি কিনাগি পরিচালিত ‘জামাই ৪২০’ ছবিতে জুটি হলেও সম্ভবত প্রথম জুটি বাঁধছেন সুদেষ্ণা-অভিজিতের ছবিতে। রাজনীতির দুনিয়াতেও মিল রয়েছে তাদের। নুসরাত, সোহম যথাক্রমে তৃণমূলের সাংসদ, বিধায়ক।

নুসরাতের ছবির তালিকা বলছে, ২০১৮ থেকে সচেতন ভাবেই বেছে বেছে অন্য ধারার ছবি করছেন ঈশান-জননী। তালিকায় রয়েছে, ‘ক্রিসক্রস’, ‘অসুর’, ‘এসওএস কলকাতা’, ‘ডিকশনারি’র মতো ছবি।

সুদেষ্ণার দাবি, ‘রাকা’ও তথাকথিত নায়িকাসুলভ চরিত্র নয়। এখানে নুসরাত এ প্রজন্মের প্রতিনিধি, যে একা থাকে। নাচ শিখিয়ে উপার্জন করে। ছবির নায়ক সোহমকে ঠিক পথের দিশা দেখায়। এর জন্য তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে, লড়াই করতে হবে।

নুসরাত কি তা হলে অ্যাকশনেও অংশ নেবেন? পরিচালক জানিয়েছেন, সরাসরি অ্যাকশন না করলেও চুপচাপ বসে থাকবেন না। দরকারে নিজেকে নিজেই রক্ষা করে নেবেন। কেমন চেহারা হবে ‘এসওএস কলকাতা’র ‘আমান্ডা’র? আধুনিক কিন্তু উগ্র নয়, দাবি সুদেষ্ণার। তাকে স্কার্ট-স্প্যাগেটি বা কুর্তা-ট্রাউজারে দেখা যাবে।

পরিচালক জানিয়েছেন, পরবর্তী ছবিও তার ব্যতিক্রম নয়। এ প্রজন্মের তিন বন্ধু অনীশ, সুজয় ও মিলি কাজের অভাবে পকেটমারাতে হাত পাকাবে। এর মধ্যে হঠাৎই শহরের বুক থেকে উধাও হয়ে যায় এক কালীমূর্তি। সেই ঘটনাকে ঘিরেই গল্প এগোবে। কীভাবে অনীশের জীবনে রাকা আসবে সেটাও গল্পের আরও একটি মোড়।
ছবিটিতে অনীশের চরিত্রে দেখা যাবে সোহমকে। এছাড়া থাকছেন কাঞ্চন মল্লিক, সুস্মিতা চট্টোপাধ্যায়, সোমরাজ মাইতি, অনির্বাণ চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা রতি পাল, সুমিত সমাদ্দার, বুদ্ধদেব ভট্টাচার্য এবং চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত।

বিজনেস আওয়ার/২৬ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: