ঢাকা , বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

‘রেড জোন’ ওয়ারীতে ২১ দিনের লকডাউন শুরু

  • পোস্ট হয়েছে : ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • 51

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর ওয়ারীকে রেড জোন ঘোষণা করে ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে। ফলে আজ থেকে ওই এলাকার মানুষের অবাধ যাতয়াত বন্ধ থাকবে। শনিবার (৪ জুলাই) সকাল ৬টা থেকে এই লকডাউন কার্যকর করা হয়েছে। চলবে ২৫ জুলাই পর্যন্ত।

লকডাউনের আওতায় থাকবে- ওয়ারীর আউটার রোড-টিপু সুলতান রোড, যোগীনগর রোড ও ঢাকা-সিলেট মহাসড়ক (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন) এবং ইনার রোডগুলোর মধ্যে-লারমিনি স্ট্রিট, হেয়ার স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র‌্যাংকিং স্ট্রিট ও নবাব স্ট্রিট।

প্রবেশ পথ খোলা রয়েছে দুটি। বাসিন্দারা জরুরি প্রয়োজনে বাইরে যেতে চাইলে লাগবে উপযুক্ত প্রমাণপত্র লাগবে। ই-কর্মাসের মাধ্যমে আসা জরুরি জিনিসপত্র বাসা-বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা থাকবে। রেড জোনে ২১ দিন থাকবে সাধারণ ছুটি।

এলাকার সরকারি-বেসরকারি সব অফিস-কারখানা বন্ধ থাকবে। সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা এ এলাকায় বসবাস করেন, তারাও থাকবেন ছুটির আওতায়। দোকান-পাট, বিপণি বিতান, ধর্মীয় প্রতিষ্ঠানও বন্ধ থাকবে, খোলা থাকবে শুধু ওষুধের দোকান।

দেখা গেছে, এলাকার প্রত্যেকটি অলিগলি প্রবেশমুখে বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে এলাকাটির র‍্যাংকিং স্ট্রিটের টিপু সুলতান রোড এবং হট কেক গলি।

এলাকাবাসীকে সহযোগিতা করতে কাউন্সিলরের নির্দেশে ২০০ জন স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। প্রতি শিফটে ৫০ জন কাজ করছেন। জোনের ভেতরে বেশ কয়েকটি সুপার শপ থাকায় সিটি করপোরেশনের নির্দেশে সেগুলো খোলা রয়েছে।

এ প্রসঙ্গে হট কেক গলিতে কর্তব্যরত ওয়ারী থানার সাব-ইন্সপেক্টর জহির হোসেন বলেন, সকাল ৬টা থেকে আমরা কঠোর অবস্থানে আছি। আমাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী এলাকায় অবস্থানরত ডাক্তার, নার্স, সংবাদকর্মী এবং যাদের একান্তই জরুরি প্রয়োজন তারা বাইরে যেতে পারবেন।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘রেড জোন’ ওয়ারীতে ২১ দিনের লকডাউন শুরু

পোস্ট হয়েছে : ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর ওয়ারীকে রেড জোন ঘোষণা করে ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে। ফলে আজ থেকে ওই এলাকার মানুষের অবাধ যাতয়াত বন্ধ থাকবে। শনিবার (৪ জুলাই) সকাল ৬টা থেকে এই লকডাউন কার্যকর করা হয়েছে। চলবে ২৫ জুলাই পর্যন্ত।

লকডাউনের আওতায় থাকবে- ওয়ারীর আউটার রোড-টিপু সুলতান রোড, যোগীনগর রোড ও ঢাকা-সিলেট মহাসড়ক (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন) এবং ইনার রোডগুলোর মধ্যে-লারমিনি স্ট্রিট, হেয়ার স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র‌্যাংকিং স্ট্রিট ও নবাব স্ট্রিট।

প্রবেশ পথ খোলা রয়েছে দুটি। বাসিন্দারা জরুরি প্রয়োজনে বাইরে যেতে চাইলে লাগবে উপযুক্ত প্রমাণপত্র লাগবে। ই-কর্মাসের মাধ্যমে আসা জরুরি জিনিসপত্র বাসা-বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা থাকবে। রেড জোনে ২১ দিন থাকবে সাধারণ ছুটি।

এলাকার সরকারি-বেসরকারি সব অফিস-কারখানা বন্ধ থাকবে। সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা এ এলাকায় বসবাস করেন, তারাও থাকবেন ছুটির আওতায়। দোকান-পাট, বিপণি বিতান, ধর্মীয় প্রতিষ্ঠানও বন্ধ থাকবে, খোলা থাকবে শুধু ওষুধের দোকান।

দেখা গেছে, এলাকার প্রত্যেকটি অলিগলি প্রবেশমুখে বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে এলাকাটির র‍্যাংকিং স্ট্রিটের টিপু সুলতান রোড এবং হট কেক গলি।

এলাকাবাসীকে সহযোগিতা করতে কাউন্সিলরের নির্দেশে ২০০ জন স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। প্রতি শিফটে ৫০ জন কাজ করছেন। জোনের ভেতরে বেশ কয়েকটি সুপার শপ থাকায় সিটি করপোরেশনের নির্দেশে সেগুলো খোলা রয়েছে।

এ প্রসঙ্গে হট কেক গলিতে কর্তব্যরত ওয়ারী থানার সাব-ইন্সপেক্টর জহির হোসেন বলেন, সকাল ৬টা থেকে আমরা কঠোর অবস্থানে আছি। আমাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী এলাকায় অবস্থানরত ডাক্তার, নার্স, সংবাদকর্মী এবং যাদের একান্তই জরুরি প্রয়োজন তারা বাইরে যেতে পারবেন।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: