স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি আসরে রোববার রাতে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে জয়ে ফিরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচে ব্যাট হাতে ফিফটি করেছেন বিরাট কোহলি। ক্যারিয়ারের ৭৪তম ফিফটির সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ব্যাঙ্গালুরু অধিনায়ক কোহলি।
বিশ্বের পঞ্চম ও ভারতের প্রথম ব্যাটার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি। তার চেয়ে কম ইনিংসে ১০ হাজার রান করেছেন মাত্র একজন ব্যাটার।
কুড়ি ওভারের ক্রিকেটে সবার আগে ১০ হাজার রান করেছেন দ্য ইউনিভার্স বস ক্রিস গেইল। তিনি খেলেছিলেন ২৮৫ ইনিংস। গেইলের পরই দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ২৯৯ ইনিংসে এ মাইলফলক ছুঁয়েছেন কোহলি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক
১। ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) – ৪৩৯ ইনিংসে ১৪২৭৫ রান
২। কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) – ৫০০ ইনিংসে ১১২০২ রান
৩। শোয়েব মালিক (পাকিস্তান) – ৪০৮ ইনিংসে ১০৮৩২ রান
৪। বিরাট কোহলি (ভারত) – ২৯৯ ইনিংসে ১০০৩৮ রান
৫। ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ৩০৫ ইনিংসে ১০০১৯ রান
বিজনেস আওয়ার/২৭ সেপ্টেম্বর, ২০২১/এ