বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বাবা সন্তোষ মিত্র আর বেঁচে নেই। সোমবার (২৭ সেপ্টেম্বর) শ্রীলেখা নিজেই ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন।
শ্রীলেখা মাত্র দুটি শব্দে তিনি লেখেন, ‘আমার বাবা’। এরপর মোবাইল মেসেজে কলকাতার গণমাধ্যম আনন্দবাজারকে খবরটি নিশ্চিত করেন তিনি।
পুজার ঠিক আগে শ্রীলেখার বাবার এমন মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অসংখ্য সমব্যথী ইতিমধ্যেই শোক, সমবেদনা জানিয়েছেন অভিনেত্রীকে।
এর আগে শ্রীলেখা জানিয়েছেন, বাবা তার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। কোনও দিন, কোনও পদক্ষেপে বাবা তাকে বাধা দেননি। বরং নিজের পেশায় শ্রীলেখা যাতে আরও উন্নতি করতে পারেন সে জন্য উৎসাহ জুগিয়েছেন।
বিজনেস আওয়ার/২৭ সেপ্টেম্বর, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: