ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বিশেষ ক্যাম্পেইনে শুধু নিবন্ধনকারীরাই টিকা পারবেন

  • পোস্ট হয়েছে : ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
  • 117

বিজনেস আওয়ার প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থেকে সারাদেশে শুরু হচ্ছে করোনা টিকাদান কর্মসূচি। এবার টিকা দেওয়া হবে ৭৫ লাখ ডোজ। তবে এ বিশেষ ক্যাম্পেইনে তারাই টিকা নিতে পারবেন যারা নিবন্ধন করেছেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি জানান, আগে থেকে যারা করোনা টিকার জন্য ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন শুধু তারাই টিকাকেন্দ্রে যাবেন। তাদের জাতীয় পরিচয়পত্র ও টিকাকার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। নিবন্ধন করা না থাকলে টিকা দেওয়া হবে না।

এছাড়া যারা নিবন্ধন করেছেন কিন্তু এসএমএস পাচ্ছেন না তারাও জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন কার্ড সঙ্গে নিয়ে গেলে টিকা দিতে পারবেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।

তিনি বলেন, সকাল ৯টা থেকে নিরবচ্ছিন্নভাবে টিকাদান কার্যক্রম চলবে। মোট ৮০ লাখ টিকা (প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৫ লাখ ও নিয়মিত টিকা পাঁচ লাখ) না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজনেস আওয়ার/২৭ সেপ্টেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশেষ ক্যাম্পেইনে শুধু নিবন্ধনকারীরাই টিকা পারবেন

পোস্ট হয়েছে : ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থেকে সারাদেশে শুরু হচ্ছে করোনা টিকাদান কর্মসূচি। এবার টিকা দেওয়া হবে ৭৫ লাখ ডোজ। তবে এ বিশেষ ক্যাম্পেইনে তারাই টিকা নিতে পারবেন যারা নিবন্ধন করেছেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি জানান, আগে থেকে যারা করোনা টিকার জন্য ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন শুধু তারাই টিকাকেন্দ্রে যাবেন। তাদের জাতীয় পরিচয়পত্র ও টিকাকার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। নিবন্ধন করা না থাকলে টিকা দেওয়া হবে না।

এছাড়া যারা নিবন্ধন করেছেন কিন্তু এসএমএস পাচ্ছেন না তারাও জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন কার্ড সঙ্গে নিয়ে গেলে টিকা দিতে পারবেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।

তিনি বলেন, সকাল ৯টা থেকে নিরবচ্ছিন্নভাবে টিকাদান কার্যক্রম চলবে। মোট ৮০ লাখ টিকা (প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৫ লাখ ও নিয়মিত টিকা পাঁচ লাখ) না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজনেস আওয়ার/২৭ সেপ্টেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: