ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতারণার দায়ে লক্ষাধিক প্রতিষ্ঠানকে ৭৮ কোটি টাকা জরিমানা

  • পোস্ট হয়েছে : ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রতিনিয়ত ভোক্তাদের সঙ্গে কৌশলে প্রতারণা করে বেশি দামে পণ্য বিক্রি করছে বিভিন্ন প্রতিষ্ঠান। খাদ্য সংরক্ষণে মানা হচ্ছে না নিয়ম। নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিক্রি হচ্ছে ভেজাল খাদ্য-পণ্য। এসব অপরাধ ঠেকাতে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতর প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অভিযান পরিচালনা করে ভোক্তা স্বার্থ-বিরোধী নানা অনিয়মের দায়ে ১ লাখ ৭ হাজার ৩৮টি প্রতিষ্ঠানকে ৭৩ কোটি ৩৯ লাখ ১৩ হাজার ২৪২ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি করে ৭ হাজার ১০টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৮ টাকা জরিমানা করা হয়। সব মিলে ১ লাখ ১৪ হাজার ৪৮টি প্রতিষ্ঠানকে ৭৮ কোটি ২৭ লাখ ১৯ হাজার ২৫০ টাকা জরিমানা করে অর্থ আদায় করে অধিদফতর।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদের ২৩তম সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় বাণিজ্যমন্ত্রী ভোক্তা স্বার্থ সুরক্ষা, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বাজারজাতকরণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিরলস কাজ করার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীকে প্রশংসা করেন।

বিজনেস আওয়ার/২৭ সেপ্টেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রতারণার দায়ে লক্ষাধিক প্রতিষ্ঠানকে ৭৮ কোটি টাকা জরিমানা

পোস্ট হয়েছে : ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রতিনিয়ত ভোক্তাদের সঙ্গে কৌশলে প্রতারণা করে বেশি দামে পণ্য বিক্রি করছে বিভিন্ন প্রতিষ্ঠান। খাদ্য সংরক্ষণে মানা হচ্ছে না নিয়ম। নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিক্রি হচ্ছে ভেজাল খাদ্য-পণ্য। এসব অপরাধ ঠেকাতে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতর প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অভিযান পরিচালনা করে ভোক্তা স্বার্থ-বিরোধী নানা অনিয়মের দায়ে ১ লাখ ৭ হাজার ৩৮টি প্রতিষ্ঠানকে ৭৩ কোটি ৩৯ লাখ ১৩ হাজার ২৪২ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি করে ৭ হাজার ১০টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৮ টাকা জরিমানা করা হয়। সব মিলে ১ লাখ ১৪ হাজার ৪৮টি প্রতিষ্ঠানকে ৭৮ কোটি ২৭ লাখ ১৯ হাজার ২৫০ টাকা জরিমানা করে অর্থ আদায় করে অধিদফতর।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদের ২৩তম সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় বাণিজ্যমন্ত্রী ভোক্তা স্বার্থ সুরক্ষা, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বাজারজাতকরণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিরলস কাজ করার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীকে প্রশংসা করেন।

বিজনেস আওয়ার/২৭ সেপ্টেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: