বিজনেস আওয়ার প্রতিবেদক: সারা দেশে রাইড শেয়ারিং সেবা বন্ধের ডাক দিয়েছে ঢাকা রাইডশেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন (ডিআরডিইউ)।
ডিআরডিইউ’র সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেছেন, ‘আজ রাস্তায় হয়রানির জন্য একজন চালক তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন। এ ধরনের হয়রানি প্রতিনিয়ত ঘটছে। আজকের ঘটনাও যদি পুলিশকে নাড়া না দেয়, তাহলে কি আমরা আত্মাহুতি দিলে তাদের বিবেক নাড়া দেবে?’
তিনি বলেন, ‘মোটরসাইকেল কোথাও ব্রেক করলেই ধরে ফেলে ট্রাফিক পুলিশ। সরকার আমাদের জায়গা নির্ধারণ করে দিক। তাহলে আমরা যত্রতত্র দাঁড়াব না। আমাদের শহর অনুযায়ী যতটুকু জায়গা দেওয়া যায় ততটুকু দেওয়া হোক। যদি ১০টা স্পট দেওয়া হয়, আমরা সেই ১০টাতেই দাঁড়াব।’
ডিআরডিইউ’র সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ষষ্ঠবারের মতো আন্দোলনে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব।’
ডিআরডিইউ’র ছয় দাবি হলো-
১. অ্যাপস-নির্ভর শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, কর্ম ও সময়ের মূল্য দেওয়া।
২. সব ধরনের রাইডে কমিশন ১০ শতাংশ নির্ধারণ করা।
৩. ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রাইড শেয়ারিংয়ের যানবাহন দাঁড়ানোর জায়গা করে দেওয়া।
৪. সব ধরনের পুলিশি হয়রানি বন্ধ করা।
৫. তালিকাভুক্ত রাইড শেয়ারকারী যানবাহনগুলোকে গণপরিবহনের আওতায় অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স (এআইটি) মুক্ত রাখা।
৬. গতবছর গ্রহণ করা সব এআইটি তালিকাভুক্ত যানবাহন মালিকদের ফিরিয়ে দেওয়া।
বিজনেস আওয়ার/২৭ সেপ্টেম্বর, ২০২১/এএইচ