1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
বে লিজিংয়ের ১৪ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

বে লিজিংয়ের ১৪ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

  • পোস্ট হয়েছে : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বে লিজিংয়ের পরিচালনা পর্ষদ ২০২০ সালের ব্যবসায় ১৪ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির প্রকাশিত আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

বে লিজিংয়ের ২০২০ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ১.১৪ টাকা মুনাফা হয়েছে। এ হিসেবে নিট মুনাফা হয়েছে ১৬ কোটি ৬ লাখ টাকার।

এই মুনাফার বিপরীতে কোম্পানির পর্ষদ অভিহিত মূল্য ১০ টাকা বিবেচনায় প্রতিটি শেয়ারে ১০ শতাংশ নগদ বা শেয়ারপ্রতি ১ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে।

কিন্তু প্রকৃতপক্ষে এই লভ্যাংশের হার ২.৭৮ শতাংশ। কোম্পানি কর্তৃপক্ষ অভিহিত মূল্য বা ১০ টাকার উপরে ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলেও একজন বিনিয়োগকারীকে এই লভ্যাংশ পেতে চাইলে এই মূহূর্তে বিনিয়োগ করতে হবে প্রায় ৩৬ টাকা।

তবে রেকর্ড ডেটের আগেরদিন পর্যন্ত এই দর উঠানামা করতে পারে। সেক্ষেত্রে প্রকৃত লভ্যাংশের হারও কম-বেশি হবে। তবে বর্তমান বাজার দর বিবেচনায় লভ্যাংশ পাওয়া যাবে (ডিভিডেন্ড ইল্ড) ২.৭৮ শতাংশ।

এদিকে কোম্পানিটি থেকে শেয়ারপ্রতি ১ টাকা লভ্যাংশ হিসেবে মোট ১৪ কোটি ৯ লাখ টাকা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। মুনাফার বাকি ১ কোটি ৯৭ লাখ টাকা বা ১২ শতাংশ রিজার্ভে যোগ হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বে লিজিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৪০ কোটি ৮৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৯৩ শতাংশ।

বিজনেস আওয়ার/২৯ সেপ্টেম্বর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ