বিজনেস আওয়ার প্রতিবেদক : একদিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার মুরগির দাম। শনিবার (৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন। টানা কয়েক মাস ধরে অস্বাভাবিক উত্থান পতন হচ্ছিল ব্রয়লার মুরগির দাম।
রাজধানীর বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা, যা গতকাল শুক্রবার ছিল ১৬০ থেকে ১৭০ টাকা। এ হিসেবে একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে ১০ টাকা।
এ প্রসঙ্গে খিলগাঁওয়ারের মুরগি ব্যবসায়ী আবুল বলেন, অনেক দিন ধরেই ব্রয়লার মুরগির দাম বেশ চড়া। সাধারণত শুক্রবার আসলেই মুরগির দাম একটু বেশিই থাকে। গতকাল ১৭০ টাকা কেজি ব্রয়লার বিক্রি করেছি। আজ সেই মুরগি ১৬০ টাকা কেজি দরে বিক্রি করছি।
রামপুরায় ব্রয়লার মুরগি বিক্রি করা মিলন বলেন, গতকাল ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি ব্রয়লার বিক্রি করেছি। আজ পাইকারি বাজার থেকে একটু কম দামে মুরগি কিনতে পেরেছি তাই ১৫০ টাকা কেজি বিক্রি করছি। তবে আজ বাজারে খুব একটা নেই ক্রেতা। যার কারনে একটু কম দামেই বিক্রি করতে হচ্ছে।
বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২০/এ