ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে নিহত বেড়ে ১১৬

  • পোস্ট হয়েছে : ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক : দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের দেল লিটোরাল কারাগারে ভয়াবহ সহিংসতায় নিহত বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। কারাগারটিতে মঙ্গলবার এই সংষর্ষের ঘটনা ঘটে।বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কারগারটিতে সংঘর্ষের ঘটনায় ৮০ জনেরও বেশি কয়েদি আহত হয়েছেন। কমপক্ষে পাঁচজন কয়েদিকে শিরশ্ছদ করে হত্যা করা হয়। অন্যরা গুলিতে নিহত হন।

আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল ফাউসতো বুউনানো বলেছেন, ‘কারাবন্দিদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। হতাহতের ওপর গ্রেনেডও ছুড়ে মারা হয়েছিল।’

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক টুইট বার্তায় এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, তার তাগিদ দিয়েছেন।
লাসসো সাংবাদিকদের বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক। ক্ষমতা নিয়ে দ্বন্দের কারণে সন্ত্রাসী গ্রুপগুলো কারাগারগুলোকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে।’

ইকুয়েডরের কারা বিভাগের পরিচালক বলিভার গার্জন স্থানীয় একটি রেডিওকে বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছিল। তবে এখন কারাগারের পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু তার আগে কারাগারের ভেতরে গুলি, বিস্ফোরণসহ নানা সহিংস ঘটনা ঘটে।’

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে নিহত বেড়ে ১১৬

পোস্ট হয়েছে : ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের দেল লিটোরাল কারাগারে ভয়াবহ সহিংসতায় নিহত বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। কারাগারটিতে মঙ্গলবার এই সংষর্ষের ঘটনা ঘটে।বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কারগারটিতে সংঘর্ষের ঘটনায় ৮০ জনেরও বেশি কয়েদি আহত হয়েছেন। কমপক্ষে পাঁচজন কয়েদিকে শিরশ্ছদ করে হত্যা করা হয়। অন্যরা গুলিতে নিহত হন।

আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল ফাউসতো বুউনানো বলেছেন, ‘কারাবন্দিদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। হতাহতের ওপর গ্রেনেডও ছুড়ে মারা হয়েছিল।’

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক টুইট বার্তায় এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, তার তাগিদ দিয়েছেন।
লাসসো সাংবাদিকদের বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক। ক্ষমতা নিয়ে দ্বন্দের কারণে সন্ত্রাসী গ্রুপগুলো কারাগারগুলোকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে।’

ইকুয়েডরের কারা বিভাগের পরিচালক বলিভার গার্জন স্থানীয় একটি রেডিওকে বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছিল। তবে এখন কারাগারের পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু তার আগে কারাগারের ভেতরে গুলি, বিস্ফোরণসহ নানা সহিংস ঘটনা ঘটে।’

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: