বিজনেস আওয়ার প্রতিবেদক- গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ১৯৭ ডেঙ্গু রোগী। নতুন করে যে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকাতেই ১৪৯ জন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
পরিসংখ্যান থেকে আরও জানা গেছে, চলতি বছর ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং চলতি সেপ্টেম্বর মাসে ২১ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬০ রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৫৬ জন ও দেশের অন্য বিভাগগুলোতে ২০৪ রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন।
বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২১/এএইচ