স্পোর্টস ডেস্ক- অনেকদিন হলো সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ হয় না মুমিনুল হকের। বাংলাদেশের টেস্ট অধিনায়ক কেবল ক্রিকেটের লম্বা সংস্করণের জন্যই বিবেচিত হন। তারপরও ঘরোয়া ক্রিকেটে সাদা বলে যখনই সুযোগ পান, নিজের সেরাটাই আসে তার ব্যাট থেকে। এরই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপির) বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরির দেখা।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামেন মুমিনুলের ‘এ’ দল। নাজমুল হোসেন শান্তর সঙ্গে ওপেনিংয়ে নেমে দারুণ খেলতে থাকেন ‘পকেট ডায়নামো’। মুমিনুল ও শান্ত মিলে ১৫৪ রানের উদ্বোধনী জুটি গড়েন। ৮৪ বলে ৬৭ রানের ইনিংস খেলে আউট হন শান্ত।
তার আগে অবশ্য হাফসেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। ২০তম ওভারে রুহেলের দ্বিতীয় বলে ডাবলস নিয়ে ৬৩ বলে পূরণ করেন হাফসেঞ্চুরির কোটা। আর ৩৫তম ওভারের প্রথম বলে আমিনুল ইসলাম বিপ্লবকে বাউন্ডারি মেরে লিস্ট ‘এ’ ক্রিকেটের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। শেষ পর্যন্ত ১২১ বলে ১২৮ রান করে মাঠ ছাড়েন মুমিনুল। সব মিলিয়ে হাই পারফরম্যান্সের বিপক্ষে মুমিনুলের ‘এ’ দলের সংগ্রহ ৭ উইকেটে ৩২২ রান।
বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২১/এএইচ