বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে কয়েকটি গ্রুপ থেকে গুজব ছড়ানো হচ্ছে। আমরা এখনো প্রশ্ন ফাঁসের কোনো খবর পাইনি। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
শুক্রবার (১ অক্টোবর) ভর্তি পরীক্ষা শেষে এ কথা জানান উপাচার্য।
উপাচার্য বলেন, ‘ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে বা পাওয়া যাচ্ছে বলে যারা গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। এটি উদ্দেশ্যপ্রণোদিত কাজ। আমরা এদের শনাক্ত করতে ইতোমধ্যেই কাজ শুরু করেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘এখন পর্যন্ত জালিয়াতি বা অনিয়মের খবর পাইনি। কঠোর নিরাপত্তায় আমরা পরীক্ষা নিয়েছি। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’
বিজনেস আওয়ার/০১ অক্টোবর, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: