ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মুহিবুল্লাহ হত্যা ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

  • পোস্ট হয়েছে : ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
  • 45

বিজনেস আওয়ার ডেস্ক- রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (২ অক্টোবর) ভোররাতে তাদের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক।

গ্রেপ্তার রোহিঙ্গারা হলেন, জিয়াউর রহমান ও আব্দুস সালাম।

এসপি নাইমুল হক জানান, গ্রেপ্তার দুই জনকে রাতেই উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এরআগে, শুক্রবার (১ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৬ থেকে মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহ লম্বা সেলিম নামে একজনকে গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা উখিয়া থানায় রুজু করা হয়। যার বাদী নিহত মুহিবুল্লার ছোট ভাই হাবিব উল্লাহ।

উল্লেখ্য, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে অবস্থিত নিজ সংগঠনের অফিসে আততায়ীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের অন্যতম নেতা হিসেবে আলোচিত মুহিবুল্লাহ।

কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বিকেলে বাদ আছর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১-ইস্ট এ লাখো মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে লম্বাশিয়ায় নিজ বাড়ি সংলগ্ন কবরস্থানে মুহিবুল্লাহকে দাফন করা হয়। ​

বিজনেস আওয়ার/০২ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মুহিবুল্লাহ হত্যা ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

পোস্ট হয়েছে : ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার ডেস্ক- রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (২ অক্টোবর) ভোররাতে তাদের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক।

গ্রেপ্তার রোহিঙ্গারা হলেন, জিয়াউর রহমান ও আব্দুস সালাম।

এসপি নাইমুল হক জানান, গ্রেপ্তার দুই জনকে রাতেই উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এরআগে, শুক্রবার (১ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৬ থেকে মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহ লম্বা সেলিম নামে একজনকে গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা উখিয়া থানায় রুজু করা হয়। যার বাদী নিহত মুহিবুল্লার ছোট ভাই হাবিব উল্লাহ।

উল্লেখ্য, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে অবস্থিত নিজ সংগঠনের অফিসে আততায়ীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের অন্যতম নেতা হিসেবে আলোচিত মুহিবুল্লাহ।

কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বিকেলে বাদ আছর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১-ইস্ট এ লাখো মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে লম্বাশিয়ায় নিজ বাড়ি সংলগ্ন কবরস্থানে মুহিবুল্লাহকে দাফন করা হয়। ​

বিজনেস আওয়ার/০২ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: