স্পোর্টস ডেস্ক- টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার উদ্দেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওমান যাত্রা করবে রোববার (৩ অক্টোবর)। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বাছাইপর্বের ম্যাচের ১৪ দিন আগে ওমানে যাচ্ছে মাহমুদউল্লাহরা।
আজ দলের ক্রিকেটারদের কোভিড টেস্ট করানো হয়েছে। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান বাদে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সদস্যরা নমুনা দেন। আইপিএলে খেলার জন্য সাকিব-মোস্তাফিজ আরব আমিরাতে অবস্থান করছেন।
ক্রিকেটারদের করোনা টেস্টের বিষয়টি মুঠোফোনে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী, ‘কাল দল ওমান চলে যাবে, ইতিমধ্যে সবার করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।’
রোববার রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের বিমান ধরবেন মাহমুদউল্লাহরা। পরের দিন ওমানে পৌঁছে একদিনের রুম কোয়ারেন্টাইন করবে। ৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন।
চারদিন টানা অনুশীলনের পর ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে। ১১ অক্টোবরই দল নামবে অনুশীলনে। এরপর ১২ ও ১৪ অক্টোবর দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক, মাহমুদউল্লাহ, তাসকিনরা।
বিজনেস আওয়ার/০২ অক্টোবর, ২০২১/এএইচ