ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চেন্নাইয়ের বিরুদ্ধে দাপুটে জয় রাজস্থানের

  • পোস্ট হয়েছে : ০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক : আইপিএলে শনিবার রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। তারা ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে মাহেন্দ্র সিং ধোনির দলকে।

আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ঋতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ১০১ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৮৯ রান তোলে চেন্নাই। আরব আমিরাতের উইকেটে এই রান তাড়া করে জেতাটা সহজ ছিল না। কিন্তু যশস্বী জয়সাল ও এলিন লুইসের উড়ন্ত সূচনায় জয়টা সহজ হয়ে যায় রাজস্থানের জন্য।

লুইস-জয়সাল জুটি ৫.১ ওভারেই তুলে ফেলেন ৭৭ রান। এরপর লুইস আউট হন। ১২ বলে ২ চার ও ২ ছক্কায় ২৭ রান করে যান তিনি। ৮১ রানের মাথায় ফেরেন জয়সালও। তিনি মাত্র ২১ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে যান।

এরপর সঞ্জু স্যামসন ও শিবাম দুবে ৮৯ রানের জুটি গড়ে দলের জয়কে তরান্বিত করেন। স্যামসন ২৮ রান করে আউট হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দুবে। তিনি ৪২ বলে ৪টি চার ও সমান সংখ্যক ছক্কায় অপরাজিত ৬৪ রান করেন। তার সঙ্গে ১ চার ও ১ ছক্কায় ১৪ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস।

বল হাতে চেন্নাইর শার্দুল ঠাকুর ২টি ও ১টি উইকেট নেন কেএম আসিফ।

এর আগে চেন্নাইর ইনিংসে ৬০ বলে ৯ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১০১ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। যা ছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এ ছাড়া রবীন্দ্র জাদেজা অপরাজিত ৩২, ফাপ ডু প্লেসিস ২৫ ও মঈন আলী ২১ রানের ইনিংস খেলেন।

বল হাতে ৩টি উইকেট নেন রাজস্থানের রাহুল তেওয়াতিয়া। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৫১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান ঋতুরাজ গায়কোয়াড়।

বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চেন্নাইয়ের বিরুদ্ধে দাপুটে জয় রাজস্থানের

পোস্ট হয়েছে : ০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : আইপিএলে শনিবার রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। তারা ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে মাহেন্দ্র সিং ধোনির দলকে।

আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ঋতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ১০১ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৮৯ রান তোলে চেন্নাই। আরব আমিরাতের উইকেটে এই রান তাড়া করে জেতাটা সহজ ছিল না। কিন্তু যশস্বী জয়সাল ও এলিন লুইসের উড়ন্ত সূচনায় জয়টা সহজ হয়ে যায় রাজস্থানের জন্য।

লুইস-জয়সাল জুটি ৫.১ ওভারেই তুলে ফেলেন ৭৭ রান। এরপর লুইস আউট হন। ১২ বলে ২ চার ও ২ ছক্কায় ২৭ রান করে যান তিনি। ৮১ রানের মাথায় ফেরেন জয়সালও। তিনি মাত্র ২১ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে যান।

এরপর সঞ্জু স্যামসন ও শিবাম দুবে ৮৯ রানের জুটি গড়ে দলের জয়কে তরান্বিত করেন। স্যামসন ২৮ রান করে আউট হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দুবে। তিনি ৪২ বলে ৪টি চার ও সমান সংখ্যক ছক্কায় অপরাজিত ৬৪ রান করেন। তার সঙ্গে ১ চার ও ১ ছক্কায় ১৪ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস।

বল হাতে চেন্নাইর শার্দুল ঠাকুর ২টি ও ১টি উইকেট নেন কেএম আসিফ।

এর আগে চেন্নাইর ইনিংসে ৬০ বলে ৯ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১০১ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। যা ছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এ ছাড়া রবীন্দ্র জাদেজা অপরাজিত ৩২, ফাপ ডু প্লেসিস ২৫ ও মঈন আলী ২১ রানের ইনিংস খেলেন।

বল হাতে ৩টি উইকেট নেন রাজস্থানের রাহুল তেওয়াতিয়া। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৫১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান ঋতুরাজ গায়কোয়াড়।

বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: