ঢাকা , রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ মাশরাফি!

  • পোস্ট হয়েছে : ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • 13

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও করোনা পজেটিভ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফলতম অধিনায়ক ও নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফি। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই। তবে শারীরিক অবস্থা ভালো বলেই জানিয়েছেন ম্যাশ।

এর আগে গত ২০ জুন তার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। ফেসবুকে নিজেই সে দুঃসংবাদ জানান তিনি। এতদিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। ভক্ত-সমর্থকদের আতংকিত না হয়ে তার জন্য দোয়া করতে বলেন। অতঃপর ১৪ দিন পর ফের করোনা টেস্ট করান মাশরাফি। সে নমুনায় এবারও পজিটিভ ফলই এলো।

ম্যাশের চিকিৎসার দেখভাল করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ। মাশরাফির সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বিসিবির মেডিক্যাল বিভাগ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফিকে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহর সঙ্গে কথা বলে প্রেসক্রিপশনের ব্যবস্থা করেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর এলাকার মানুষের সহায়তার জন্য দুই দফায় নড়াইল গিয়েছিলেন মাশরাফি। নড়াইল থেকে ঢাকায় ফিরে আলাদা একটি বাসায় কোয়ারেন্টিনে ছিলেন দুই সপ্তাহ। তার পর বাসায় ফিরে সাবধানেই ছিলেন। তবুও রক্ষা পেলেন না আক্রান্ত হওয়া থেকে।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ মাশরাফি!

পোস্ট হয়েছে : ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও করোনা পজেটিভ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফলতম অধিনায়ক ও নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফি। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই। তবে শারীরিক অবস্থা ভালো বলেই জানিয়েছেন ম্যাশ।

এর আগে গত ২০ জুন তার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। ফেসবুকে নিজেই সে দুঃসংবাদ জানান তিনি। এতদিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। ভক্ত-সমর্থকদের আতংকিত না হয়ে তার জন্য দোয়া করতে বলেন। অতঃপর ১৪ দিন পর ফের করোনা টেস্ট করান মাশরাফি। সে নমুনায় এবারও পজিটিভ ফলই এলো।

ম্যাশের চিকিৎসার দেখভাল করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ। মাশরাফির সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বিসিবির মেডিক্যাল বিভাগ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফিকে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহর সঙ্গে কথা বলে প্রেসক্রিপশনের ব্যবস্থা করেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর এলাকার মানুষের সহায়তার জন্য দুই দফায় নড়াইল গিয়েছিলেন মাশরাফি। নড়াইল থেকে ঢাকায় ফিরে আলাদা একটি বাসায় কোয়ারেন্টিনে ছিলেন দুই সপ্তাহ। তার পর বাসায় ফিরে সাবধানেই ছিলেন। তবুও রক্ষা পেলেন না আক্রান্ত হওয়া থেকে।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: