বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর পল্লবীর বাসা থেকে টাকা, স্বর্ণালঙ্কার ও শিক্ষা সনদ নিয়ে উধাও হওয়া কলেজ পড়ুয়া সেই তিন বান্ধবীর ঘটনায় পল্লবী থানায় মামলা হয়েছে। শনিবার রাত ৯ টায় ৪ জনকে আসামি করে মামলাটি করা হয়। মামালার বাদী নিখোঁজ শিক্ষার্থী কাজী দিলখুশ জান্নাত নিসার বোন এডভোকেট কাজী রওশন দিল আফরোজ।
আসামিরা হলেন- মো, তরিকুল্লাহ, রকিবুল্লাহ, জিনিয়া ওরপে টিকটক জিনিয়া এবং শরফুদ্দিন আহম্মেদ আয়ন। মামলায় ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এদিকে নিখোঁজের ৭২ ঘণ্টা পার হলেও ৩ বান্ধবীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এস আই সজিব খান বলেন, এ ঘটনায় পল্লবী থানায় আজ রাতে মামলা হয়েছে। আর ৪ জন অসামিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি রকিবুল জানিয়েছে ওই তিন বান্ধবী বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছে। এরবেশি তথ্য আপাতত পুলিশের কাছে নেই।
এদিকে দিলখুশ জান্নাত নিসা’র বোন এডভোকেট আফরোজ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি শুনেছি পুলিশের জিজ্ঞাসাবাদে তরিকুল বলেছে, আমার বোন ও তার বান্ধবীরা জাপান চলে গেছে। আর তরিকুল সব জানে। সে পাসপোর্ট অফিসে দালালি করে। সে হয়তো নিখোঁজ শিক্ষার্থীদেরকে গোপনে পাসপোর্ট করে দিতে পারে।
বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২১/কমা