ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মমতা এগিয়ে

  • পোস্ট হয়েছে : ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের উপ-নির্বাচনের ফল গণনায় এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন।

রবিবার (৩ অক্টোবর) এ উপ-নির্বাচনের ফলে নির্ধারিত হবে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আসনে থাকছেন কি না। না কি এই মুকুট হারাতে হবে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াংকা টিবরেওয়ালের কাছে।

ভারতের গণমাধ‌্যমে বলা হয়েছে, ভবানীপুরে এখন পর্যন্ত ৭৭৫ পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়েছে। ইভিএম গণনার দ্বিতীয় রাউন্ড শেষে প্রায় ২৭৯৯ ভোটে এগিয়ে আছেন মমতা। অন্যদিকে, মুর্শিদাবাদের দুই কেন্দ্রে চলছে পোস্টাল ব্যালট গণনা। দু’টি কেন্দ্রেই এগিয়ে তৃণমূল। শমসেরগঞ্জে ২৫০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। জঙ্গিপুরে ১৭১৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হুসেন।

গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোট পড়ে ৫৭ শতাংশের কিছু বেশি। রবিবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। ভবানীপুরে মোট বুথের সংখ্যা ২৮৭টি। মোট ২১ রাউন্ড ভোট গণনা হবে। সব কটি কাউন্টিং হলে নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মমতা এগিয়ে

পোস্ট হয়েছে : ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের উপ-নির্বাচনের ফল গণনায় এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন।

রবিবার (৩ অক্টোবর) এ উপ-নির্বাচনের ফলে নির্ধারিত হবে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আসনে থাকছেন কি না। না কি এই মুকুট হারাতে হবে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াংকা টিবরেওয়ালের কাছে।

ভারতের গণমাধ‌্যমে বলা হয়েছে, ভবানীপুরে এখন পর্যন্ত ৭৭৫ পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়েছে। ইভিএম গণনার দ্বিতীয় রাউন্ড শেষে প্রায় ২৭৯৯ ভোটে এগিয়ে আছেন মমতা। অন্যদিকে, মুর্শিদাবাদের দুই কেন্দ্রে চলছে পোস্টাল ব্যালট গণনা। দু’টি কেন্দ্রেই এগিয়ে তৃণমূল। শমসেরগঞ্জে ২৫০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। জঙ্গিপুরে ১৭১৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হুসেন।

গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোট পড়ে ৫৭ শতাংশের কিছু বেশি। রবিবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। ভবানীপুরে মোট বুথের সংখ্যা ২৮৭টি। মোট ২১ রাউন্ড ভোট গণনা হবে। সব কটি কাউন্টিং হলে নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: