বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজার তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের সক্ষমতা না থাকা সত্ত্বেও কোম্পানিটির তৎকালীন পরিচালনা পর্ষদ অসৎ উদ্দেশ্যে ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। যা পরিশোধ না করার কারনে গঠিত কমিটির তদন্তে বিষয়টি উঠে এসেছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা যায়, আর্থিক সামথ্য না থাকা সত্ত্বেও কোম্পানির তৎকালীন পরিাচলনা পর্ষদ প্রতারনামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে লভ্যাংশ ঘোষণা করেছিল। তাই এ বিষয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আরও পড়ুন…..
ইউনিয়ন ইন্স্যুরেন্সে নজির গড়ল বিএসইসি
দূর্বল মুনাফার বিডি থাই ফুডের আইপিও অনুমোদন, উদ্যোক্তা/পরিচালকদের লভ্যাংশে নিষেধাজ্ঞা
বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২১/এস