স্পোর্টস ডেস্ক- এই ম্যাচে একাদশে ছিলেন মেসি, নেইমার ও এমবাপ্পে। কিন্তু বিরতির আগে-পরে দুই মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করে পিএসজি। তাতে নতুন ক্লাবে হারের তিক্ত স্বাদ পেলেন মেসি। আর লিগে নবম ম্যাচে এসে প্রথম হার দেখল পিএসজি।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বে ২-০ তে জিততে পিএসজির জার্সিতে প্রথম গোল করেছিলেন মেসি। কিন্তু শীর্ষ লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলখরা কাটল না।
অবশ্য টানা দ্বিতীয় ম্যাচে গোল করে উদযাপন করতে পারতেন মেসি। ৩১ মিনিটে গোলপোস্ট থেকে ২৫ গজের কাছাকাছি ফ্রি কিক নেন তিনি এবং আবারও ক্রসবার তাকে হতাশ করে। চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগ ও লিগ ওয়ানে লিওঁর বিপক্ষেও ক্রসবার বাধা হয়েছিল তার সামনে।
এর আগে ২৩ ও ২৫ মিনিটে নেইমার ও এমবাপ্পে সুযোগ পেয়েও পিএসজিকে লিড এনে দিতে ব্যর্থ হন। এমবাপ্পেকে বক্সে পেয়ে ফ্লিক করেছিলেন গুয়েই। ফরাসি ফরোয়ার্ড তা নিয়ন্ত্রণে নিতে পারেননি বল চলে যায় নেইমারের পায়ে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ভলি ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
অবশ্য হারলেও শীর্ষেই আছে পিএসজি। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট তাদের। ৬ পয়েন্ট কম নিয়ে তাদের পরে লেন্স (১৮)। সমান খেলে তৃতীয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে সাতে উঠেছে রেনেস।
বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২১/এএইচ