বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারের ইতিহাসে একই কোম্পানিকে দুইবার কনসেন্ট লেটার (সম্মতিপত্র) দেওয়ার নজির গড়ল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইউনিয়ন ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ১৫ শতাংশ শেয়ার পছন্দের ব্যক্তিদের মধ্যে ইস্যুর সুযোগ করে দিতে গিয়ে এই নজির গড়া হয়েছে।
রবিবার (০৩ অক্টোবর) বিএসইসির ৭৯৩তম সভায় কোম্পানিটিকে দ্বিতীয়বার কনসেন্ট লেটার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানির আইপিওর ১৫% শেয়ার কর্মীদের মাঝে ইস্যুর আবেদনটি আজ কমিশন সভায় আলোচনা করা হয়। যেখানে গত ১৯ সেপ্টেম্বর ইস্যুকৃত কনসেন্ট লেটার বাতিল করে নতুন করে ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
একইদিনে ইউনিয়ন ব্যাংকের আইপিওর ১৫% শেয়ার কর্মীদের মাঝে ইস্যুর আবেদনটিতে অনুমোদন দিয়েছে বিএসইসি।
উল্লেখ্য, উভয় কোম্পানির ক্ষেত্রে আইপিওর ১৫% শুধুমাত্র কর্মীদের মধ্যে ইস্যু করতে হবে। যা ২ বছর লক-ইন থাকবে বলে শর্ত দিয়েছে কমিশন।
আরও পড়ুন…..
আইপিওর ১৫% পছন্দের ব্যক্তিদের মধ্যে ইস্যু করতে ইউনিয়ন ইন্স্যুরেন্সের নাটকীয়তা
সুহৃদ ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ প্রতারণা : দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
দূর্বল মুনাফার বিডি থাই ফুডের আইপিও অনুমোদন, উদ্যোক্তা/পরিচালকদের লভ্যাংশে নিষেধাজ্ঞা
বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২১/এস
One thought on “ইউনিয়ন ইন্স্যুরেন্সে নজির গড়ল বিএসইসি”