বিজনেস আওয়ার প্রতিবেদক- এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের সিইও ও এমডি আল-আমিন এবং নিরাপদ শপ নামে আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠানের পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় এই তিনকে গ্রেপ্তার করে সিআইডি।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যমকে বলেন, সোমবার (০৪ অক্টোবর) দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
প্রতিষ্ঠানগুলো দেশের নামিদামি হাসপাতাল, কারখানা, গার্মেন্টসের অংশীদারত্বের লোভনীয় অফার দেখিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে টাকা। আবার সদস্যের সংখ্যা বাড়াতে পারলে সেই টাকার পরিমাণ কিছু দিনের মধ্যে পৌঁছে যাবে লাখের কোঠায়।
বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২১/এএইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: