স্পোর্টস ডেস্ক- করোনার মধ্যে প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে ১৭ অক্টেবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে, ওমান এবং আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্যালারি উন্মুক্ত থাকছে দর্শকদের জন্য। এমন সম্ভাবনার ইঙ্গিত মিলেছিল আগেই। এবার তারই বাস্তবতা দেখা গেলো। আইসিসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ক্রিকেটপ্রেমীদের, ওমান এবং আরব আমিরাতে গিয়ে বিশ্বকাপের খেলা দেখার জন্য।
রোববার থেকেই শুরু হয় বিশ্বকাপের টিকিট বিক্রি। টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে কেনা যাবে টিকিট। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি দলের সবগুলো ম্যাচের জন্যই টিকিট ছাড়া হয়েছে।
বিশ্বকাপে অনুষ্ঠিত হবে মোট ৪৫টি ম্যাচ। প্রতিটি ম্যাচের জন্য রোববার থেকে টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইপিএলের তুলনায় কম মূল্যেই আমিরাতে বিশ্বকাপের খেলা দেখা যাবে। আরব আমিরাতে বিশ্বকাপ টিকিটের নূন্যতম মূল্য ৩০ দিরহাম। ওমানে টিকিটের নূন্যতম মূল্য ১০ ওমানি রিয়াল।
আরব আমিরাতের মাঠগুলোতে মোট দর্শকাসনের ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন বিশ্বকাপে। যদিও স্টেডিয়ামে ঢুকে খেলা দেখার জন্য দর্শকদের মেনে চলতে হবে করোনা প্রোটোকল। উল্লেখ্য, দুবাইয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।
বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২১/এএইচ