বিজনেস আওয়ার প্রতিবেদক- ই-কমার্স প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে বাধ্যতামূলকভাবে সতর্কবার্তা প্রচারের নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
গতকাল এক সরকারি তথ্যবিবরণীতে এ নির্দেশনা দেয়া হয়েছে। এতে ‘অনলাইন কেনাকাটায় প্রতারণা থেকে সাবধান থাকুন—বাণিজ্য মন্ত্রণালয়’ শীর্ষক সতর্কীকরণ বিজ্ঞপ্তি ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অনলাইন কেনাকাটার বিজ্ঞাপনের শেষে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেয়া হয়।
জানা গেছে, একশ্রেণীর ই-কমার্স ব্যবসায়ীর অতিরিক্ত লোভনীয় বিজ্ঞাপন দেখে হাজার হাজার ক্রেতা পণ্য অর্ডার করে টাকা বা পণ্য কোনোটিই ফেরত পাচ্ছেন না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ২০ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ই-কমার্স সেল সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন কেনাকাটার বিজ্ঞাপন প্রচারে সতর্কবাণীর নির্দেশনাসংক্রান্ত চিঠিটি পাঠানো হয়।
বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২১/এএইচ