ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে রুখে দিলো বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • 43

স্পোর্টস ডেস্ক- লাল-কার্ড দেখা বিশ্বনাথ ঘোষের বিদায়ের পরও দমে যায়নি বাংলাদেশ। পিছিয়ে থাকা ভারতের বিপক্ষে গোল তুলে পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। গোলটি এসেছে ডিফান্ডার ইয়াসিন আরাফাতের হেড থেকে।

সোমবার (৪ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত। বল দখলে শুরু থেকেই এগিয়ে ভারত। তবে প্রতিপক্ষ সীমানায় প্রথম আক্রমণটা বাংলাদেশের। ১১ মিনিটে বাম প্রান্ত থেকে রাকিবের সেন্টার। পেনাল্টি এরিয়ায় পেয়েও যান, মতিন মিয়া। তবে কাজে লাগাতে পারেনি।

২৫ মিনিটে আরো একবার ভারতীয় ডিফেন্ডারদের পরীক্ষা নেয় বাংলাদেশ। জামাল-মতিন-রাকিবের সম্মিলিত আক্রমণে দিশেহারা ভারতের সেন্টার লাইন। ফিনিশারের অভাবটা পরিষ্কার অস্কার ব্রুজোনের দলের।

ফিনিশিংয়ে এগিয়ে ভারত। প্রমাণ করতে সময় নেয়নি ওরা। বাংলাদেশের বক্সে প্রথম আক্রমণ ২৬ মিনিটে। সুনিল ছেত্রীর নিঁখুত নিশানা। ১-০ গোলের লিড ভারতের।

৭৪ মিনিটে অদম্য বাংলাদেশকেই দেখলো মালদ্বীপ জাতীয় স্টেডিয়াম। জামালের কর্নার। রাকিবের মাথা ছুঁইয়ে বল গেল, অরক্ষিত ইয়াসিনের কাছে। পাওয়ার হেডার এই ডিফেন্ডারের। বাংলাদেশের গ্যালারিতে গোলের উৎসব। বাকি সময় আর সমতা ভাঙতে পারেনি কোনও দল।

বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারতকে রুখে দিলো বাংলাদেশ

পোস্ট হয়েছে : ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১

স্পোর্টস ডেস্ক- লাল-কার্ড দেখা বিশ্বনাথ ঘোষের বিদায়ের পরও দমে যায়নি বাংলাদেশ। পিছিয়ে থাকা ভারতের বিপক্ষে গোল তুলে পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। গোলটি এসেছে ডিফান্ডার ইয়াসিন আরাফাতের হেড থেকে।

সোমবার (৪ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত। বল দখলে শুরু থেকেই এগিয়ে ভারত। তবে প্রতিপক্ষ সীমানায় প্রথম আক্রমণটা বাংলাদেশের। ১১ মিনিটে বাম প্রান্ত থেকে রাকিবের সেন্টার। পেনাল্টি এরিয়ায় পেয়েও যান, মতিন মিয়া। তবে কাজে লাগাতে পারেনি।

২৫ মিনিটে আরো একবার ভারতীয় ডিফেন্ডারদের পরীক্ষা নেয় বাংলাদেশ। জামাল-মতিন-রাকিবের সম্মিলিত আক্রমণে দিশেহারা ভারতের সেন্টার লাইন। ফিনিশারের অভাবটা পরিষ্কার অস্কার ব্রুজোনের দলের।

ফিনিশিংয়ে এগিয়ে ভারত। প্রমাণ করতে সময় নেয়নি ওরা। বাংলাদেশের বক্সে প্রথম আক্রমণ ২৬ মিনিটে। সুনিল ছেত্রীর নিঁখুত নিশানা। ১-০ গোলের লিড ভারতের।

৭৪ মিনিটে অদম্য বাংলাদেশকেই দেখলো মালদ্বীপ জাতীয় স্টেডিয়াম। জামালের কর্নার। রাকিবের মাথা ছুঁইয়ে বল গেল, অরক্ষিত ইয়াসিনের কাছে। পাওয়ার হেডার এই ডিফেন্ডারের। বাংলাদেশের গ্যালারিতে গোলের উৎসব। বাকি সময় আর সমতা ভাঙতে পারেনি কোনও দল।

বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: