বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে প্রতারণার মামলায় গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ।
নিউটন দাশ বলেন, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে রাজধানীর গুলশানের বাসা থেকে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়।
নিউটন দাশ আরও বলেন, গ্রেফতারের পর গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।
বিজনেস আওয়ার/০৫ অক্টোবর, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: