বিজনেস আওয়ার প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের সিনেটের একটি কমিটির কাছে দেওয়া বক্তব্যে ফেসবুকের একজন সাবেক কর্মী বলেছেন, ফেসবুক ও তাদের অ্যাপগুলো শিশুদের ক্ষতি করছে, বিভেদ বাড়াচ্ছে এবং গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে।
বুধবার (৬ অক্টোবর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৩৭ বছর বয়সী ফ্রান্সেস হাউগেন ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার ছিলেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ক্যাপিটল হিলে সিনেট কমিটির সামনে শুনানিতে তিনি এই কোম্পানির নানা গোপনীয় তথ্য তুলে ধরেন।
শুনানিতে হাউগেন বলেন, ‘ফেসবুকের পণ্যগুলো শিশুদের জন্য ক্ষতিকর। এছাড়া, আমাদের গণতন্ত্রকে দুর্বল করছে। প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকরা জানেন কীভাবে ফেসবুক-ইনস্টাগ্রামকে আরও নিরাপদ করা যায়। কিন্তু তারা সেসব পদক্ষেপ নেননি।’
ফেসবুকে পরিবর্তন দরকার, এই সিদ্ধান্তে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক- উভয় রাজনৈতিক দলের সিনেটররা একমত হয়েছেন।
শুনানির পর এক বিবৃতিতে ফেসবুক বলেছে, হাউগেন যেভাবে বিষয়টিকে তুলে ধরেছেন তার সঙ্গে তারা একমত নয়। তবে ইন্টারনেটের জন্য কিছু নির্দিষ্ট নিয়মকানুন তৈরির সময় এসেছে বলে তারা মনে করেন।
এর আগে হাউগেন মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের তদন্তে ব্যবহৃত নথি ও ইনস্টাগ্রামে কিশোরীদের ক্ষতির বিষয়ে সিনেট শুনানিতে ব্যবহৃত তথ্য সরবরাহ করেন।
ফেসবুক এ পর্যন্ত ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা থেকে শুরু করে ভুল তথ্য বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সমালোচনা করা হয় এর কর্মকর্তাদের। সূত্র: বিবিসি।
বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২১/কমা