স্পোর্টস ডেস্ক- আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসের সেরা খেলোয়াড়ের খেতাবের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ। সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় নাসুমকে এই মনোনয়ন দিয়েছে আইসিসি।
বুধবার (৬ অক্টোবর) আইসিসি ঘোষণা করে, সেপ্টেম্বরের পারফরম্যান্সে প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন ৩ ক্রিকেটার। তারা হলেন- বাংলাদেশের নাসুম আহমেদ, নেপালের সন্দ্বীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের জশকরন মালহোত্রা।
নাসুম মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্স বিবেচনায়। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-২ ব্যবধানে জেতাতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল নাসুমের। পাঁচ ম্যাচে মোট ৮ উইকেট শিকার করেছিলেন সিলেটের এই স্পিনার, রান খরচের দিক থেকেও ছিলেন মিতব্যয়ী।
বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২১/এএইচ