বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পে কমপক্ষে দেড় শতাধিক মানুষ আহ হয়েছে। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।
ভূমিকম্পের পর কোয়েটা শহরের মানুষ রাস্তায় নেমে এসেছে। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হয়েছে ভূমিকম্পের মাত্রা ৫.৭ করা হতে পারে।
স্থানীয় কর্মকর্তারা বিবিসি বলেছেন, আরও ১৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
একজন কর্মকর্তা জানিয়েছে, ১০০ টিরও বেশি মাটির ঘর ভেঙে পড়েছে এবং বিপুল সংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শত শত মানুষ গৃহহীন হয়েছে।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লঙ্গু বিবিসিকে বলেন, ওই এলাকায় জরুরি পরিষেবা পাঠানো হয়েছে।
বিজনেস আওয়ার/০৭ অক্টোবর, ২০২১/কমা