1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
ই-কর্মাস খাতে নতুন আইন করবে না সরকার
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

ই-কর্মাস খাতে নতুন আইন করবে না সরকার

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক- ই-কর্মাস খাতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পৃথক আইন করবে না সরকার। আইন হলে নানা বিধি-বিধানের ধারায় আটকে উৎসাহ হারাতে পারেন বিনিয়োগকারীরা। পাশাপাশি নতুন আইন প্রণয়নে দীর্ঘ সময়ের প্রয়োজন।

এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার বিচারও নতুন আইনে হবে না। মাঝখানে সম্ভাবনাময় এ খাত শুরুতেই স্থবির হয়ে পড়ার শঙ্কা আছে। এছাড়া গুটিকয়েক প্রতিষ্ঠানের অপরাধের দায়ে এ খাতকে বন্ধ করা হবে না। কয়েক লাখ মানুষ জড়িয়ে পড়েছেন ই-কমার্সে। যে কারণে ই-কর্মাস আইন প্রণয়ন থেকে সরকার সরে আসছে।

বিদ্যমান আইনগুলো সংস্কার করেই আগামীতে এ খাত নিয়ন্ত্রণ করা হবে। বিশেষজ্ঞরাও মনে করছেন এটি করা সম্ভব। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে এসব তথ্য পাওয়া গেছে। বিদ্যমান আইনগুলো সংস্কার করে ই-কমার্সকে নিয়ন্ত্রণের বিষয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে সরকার গঠিত কমিটি। এ কমিটি জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আইন, মানি লন্ডারিং অ্যাক্ট ও আইসিটি অ্যাক্ট পর্যালোচনা করেছে।

বিজনেস আওয়ার/০৭ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ