স্পোর্টস ডেস্ক : শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই ড্র করে লা লিগার শিরোপার দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। আর এরই মধ্যে স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সার দাবি করে বসল, বার্সেলোনা ছাড়ার চিন্তা করছেন দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি!
কাদেনা সারের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বার্সার সঙ্গে নতুন চুক্তি আলোচনা নাকি থামিয়ে দিয়েছেন মেসি। সাবেক কোচ আর্নেস্টো ভালভার্দেকে ছাঁটাইয়ে মেসির হাত আছে বলা হচ্ছে। বলা হচ্ছে বর্তমান কোচ কিকে সেতিয়েনের সঙ্গেও নাকি সম্পর্ক ভালো নয় বার্সা অধিনায়কের। এসব খবরে বিরক্ত মেসি।
বার্সেলোনার ভবিষ্যত নিয়েও চিন্তিত তর্ক সাপেক্ষে বর্তমান সময়ের সেরা ফুটবলারটি। কাতালান ক্লাবটির ভালো কোনো পরিকল্পনা দেখছেন না মেসি। সব মিলিয়েই ক্লাব ছাড়ার কথা ভাবছেন তিনি।
অবশ্য বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন বিষয়টিকে গুঞ্জন বলেই উড়িয়ে দিলেন। তিনি বলেন, ‘আমি এসব নিয়ে জল্পনা-কল্পনা করতে চাই না। তার (মেসি) কাছ থেকে আমি কিছুই শুনিনি। আমার কাছে এ জাতীয় সংবাদের কোনো তথ্য নেই। তাকে ভালো দেখাচ্ছে। বাকিটা কেবল গুজব।’
বার্সেলোনায় একদম ঠিক আছেন মেসি বলেছেন বার্সা কোচ, ‘প্রশিক্ষণে আমি তাকে বেশ ভালো দেখছি। যা নিয়ে কথা বলা উচিত, তা নিয়ে আমরা কথা বলেছি। এর বেশি কিছু নয়। ম্যাচের প্রতি মুহূর্তে কী করতে হবে, তা নিয়ে সে পুরোপুরি সচেতন। আমি তাকে একেবারে আগের মতোই দেখছি।’
বিজনেস আওয়ার/০৫ জুলাই, ২০২০/এ