বিজনেস আওয়ার প্রতিবেদকঃ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরবে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-আবদুলআলী প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৯১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬২ হাজার ৫৪৫ জন।
করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৯ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ১০ জন। তবে সুস্থ মানুষের সংখ্যাও ১ হাজার ৮৪৪ জন থেকে বেড়ে হয়েছে ৩৩ হাজার ৪৭৮ জন। সৌদি আরবে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯৪ জনের।
সূত্র: সিনহুয়া
বিজনেস আওয়ার/ ২১ মে,২০২০/ কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: