বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর বেশ জোরেশোরে কাজ শুরু করেছেন নাটক নির্মাতাদের অনেকেই। রাজধানীর উত্তরা ও পূবাইলের যেসব লোকেশান এতদিনে ঝিমিয়ে পড়েছিল সেগুলো শুটিং ইউনিটগুলোর পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠেছে। পাশাপাশি ইউটিউবের কাজও হচ্ছে অনেক।
এ প্রসঙ্গে পরিচালক ফরিদুল হাসান জানান, তিনি ইতোমধ্যে একটি নাটকের কাজ শেষ করেছেন। বিভিন্ন টিভি চ্যানেলের জন্য নির্মিত কয়েকটি নাটকের মধ্যে রয়েছে বেসামাল, যে বিকেল বিষন্ন, ট্রাস্ট মি, ফ্যামিলি ক্রাইসিস, বনে ভোজন, মামলাবাজ স্বামী, মি. টেম্পার, পরিবারবর্গ, ড্রিম ম্যান, এক্সিট এবং লাভলু বিএসটিসহ আরো অনেক নাটক।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, নাটকের তারকা শিল্পীদের অনেকেই এখনো শুটিং শুরু করেননি। তবে যারা শুটিংয়ে অংশগ্রহণ করছেন তাদের লোকেশনের যেসব ছবি ফেসবুকে স্থান পাচ্ছে, সেগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
একজন নির্মাতা জানান, তিনি এখনো কাজে ফিরতে পারেননি। যাদের নিয়ে তার কাজ করার কথা রয়েছে, তারা কেউ এখনো কাজে ফেরার মতো ইঙ্গিত দিচ্ছেন না। তারা ইঙ্গিত দিলেই তিনি কাজে নামবেন। তবে তিনি ঈদের জন্য নাটক বানাতে পারেননি বলে আফসোস করলেন।
বিজনেস আওয়ার/০৫ জুলাই, ২০২০/এ