ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় পারের অপেক্ষায় শত শত যানবাহন

  • পোস্ট হয়েছে : ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েছেন দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ব্যবহার করা হাজার হাজার যাত্রী। শুক্রবার (৮ অক্টোবর) সকালে দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সারি দেখা গেছে।

এছাড়া দৌলতদিয়া থেকে ১৩.৫ কিলোমিটার দূরে জেলার গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার অংশ জুড়েও রয়েছে অপচনশীল পণ্যবাহী ট্রাক এবং কাভার্ডভ্যান। তবে যাত্রীবাহী বাস এবং পচনশীল পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও ভোগান্তি পোহাতে হচ্ছে অপচনশীল পণ্যবাহী ট্রাক এবং কাভার্ডভ্যান চালকদের।

পটুয়াখালী থেকে আসা ট্রাক চালক আকরাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় এখানে এসেছি। সারারাত এমন খোলা আকাশের নিচে থাকতে হয়েছে। গাড়ি সারা রাতই একটু একটু করে আগাইছে। কিন্তু ২ মিনিট আগাইছি তো ২০ মিনিট বসে থাকতে হয়েছে।

সাতক্ষীরা থেকে আসা আরেক ট্রাক চালক মোতালেব বলেন, এই ঘাট ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে দুর্ভোগ পোহাতে হয় ট্রাকচালকদের। আমাদেরকে দিনের পর দিন খোলা জায়গায় থাকতে হয়। আমাদের থাকা, খাওয়া, ঘুম, বিশ্রাম বা টয়লেটের কোনও সুযোগ সুবিধা নাই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপথ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, যাত্রীবাহী যানবাহন পারাপার চলমান রয়েছে। সড়কে কিছু ট্রাক সিরিয়ালে আছে, যার চাপও দ্রুত কমে যাবে আশা করছি।

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোট বড় মিলিয়ে ২০টি ফেরি চলাচল করছে। তবে ড্রেজিংয়ের কাজ চলায় ঘাট স্বল্পতা রয়েছে। যে কারণে দৌলতদিয়া প্রান্তে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছেন শিহাব উদ্দিন।

বিজনেস আওয়ার/০৮ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দৌলতদিয়ায় পারের অপেক্ষায় শত শত যানবাহন

পোস্ট হয়েছে : ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েছেন দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ব্যবহার করা হাজার হাজার যাত্রী। শুক্রবার (৮ অক্টোবর) সকালে দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সারি দেখা গেছে।

এছাড়া দৌলতদিয়া থেকে ১৩.৫ কিলোমিটার দূরে জেলার গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার অংশ জুড়েও রয়েছে অপচনশীল পণ্যবাহী ট্রাক এবং কাভার্ডভ্যান। তবে যাত্রীবাহী বাস এবং পচনশীল পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও ভোগান্তি পোহাতে হচ্ছে অপচনশীল পণ্যবাহী ট্রাক এবং কাভার্ডভ্যান চালকদের।

পটুয়াখালী থেকে আসা ট্রাক চালক আকরাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় এখানে এসেছি। সারারাত এমন খোলা আকাশের নিচে থাকতে হয়েছে। গাড়ি সারা রাতই একটু একটু করে আগাইছে। কিন্তু ২ মিনিট আগাইছি তো ২০ মিনিট বসে থাকতে হয়েছে।

সাতক্ষীরা থেকে আসা আরেক ট্রাক চালক মোতালেব বলেন, এই ঘাট ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে দুর্ভোগ পোহাতে হয় ট্রাকচালকদের। আমাদেরকে দিনের পর দিন খোলা জায়গায় থাকতে হয়। আমাদের থাকা, খাওয়া, ঘুম, বিশ্রাম বা টয়লেটের কোনও সুযোগ সুবিধা নাই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপথ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, যাত্রীবাহী যানবাহন পারাপার চলমান রয়েছে। সড়কে কিছু ট্রাক সিরিয়ালে আছে, যার চাপও দ্রুত কমে যাবে আশা করছি।

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোট বড় মিলিয়ে ২০টি ফেরি চলাচল করছে। তবে ড্রেজিংয়ের কাজ চলায় ঘাট স্বল্পতা রয়েছে। যে কারণে দৌলতদিয়া প্রান্তে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছেন শিহাব উদ্দিন।

বিজনেস আওয়ার/০৮ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: