ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজির কাছে কৃতজ্ঞ মেসি

  • পোস্ট হয়েছে : ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • 37

স্পোর্টস ডেস্ক- বার্সেলোনার সঙ্গে চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন লিওনেল মেসি। তিনি নতুন ঠিকানা খুঁজতে শুরু করার আগেই অবশ্য পিএসজিসহ বেশ কয়েকটি ক্লাব যোগাযোগ করে তার সঙ্গে। কয়েকজন বন্ধু ও স্প্যানিশ ভাষাভাষী ফুটবলার থাকাসহ নানা কারণে মানিয়ে নেওয়া সহজ হবে বলে এই আর্জেন্টাইন তারকা বেছে নেন ফরাসি দলটিকে। আর তাকে শুরু থেকেই যথার্থ আপ্যায়ন করায় পিএসজির প্রতি কৃতজ্ঞ রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

বার্সার অর্থনৈতিক দুরবস্থা এবং স্প্যানিশ লা লিগার আর্থিক ও কাঠামোগত বাধার কারণে ক্যাম্প ন্যুতে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি মেসির। কাতালানদের সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের অবসানের পর গত ১০ অগাস্ট বিনা ট্রান্সফার ফিতে তিনি পাড়ি জমান পিএসজিতে। নতুন ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর শর্তও রাখা হয়েছে।

নেইমার-কিলিয়ান এমবাপে-আনহেল দি মারিয়াদের সঙ্গে প্রায় দুই মাস কাটিয়ে দেওয়ার পর প্রথমবারের মতো কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। শনিবার প্রকাশিত সাক্ষাৎকারে সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’কে তিনি জানিয়েছেন পিএসজিকে বেছে নেওয়ার কারণ, ‘ক্লাবের পরিকল্পনা, এর খেলোয়াড়রা এবং দলের মান অবশ্যই আমার মন জিতে নিয়েছিল… এই সমস্ত উপাদানগুলো চুক্তিতে পৌঁছানোর বিষয়টি সহজ করেছে।’

‘(পিএসজির) লকার রুমে আমার কয়েকজন বন্ধু থাকায় আমি নিজেকে বুঝিয়েছিলাম যে, আমার জন্য মানিয়ে নেওয়া সহজ হবে। আর আমি ভুল ছিলাম না কারণ মিশে যাওয়া খুব সহজ হয়েছে। বিশেষ করে, অনেক খেলোয়াড়ই আমার মতো স্প্যানিশ ভাষায় কথা বলে।’

ফ্রান্সে পাড়ি জমানোর আগে বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারের পুরোটাই স্পেনের বার্সাতে কাটান মেসি। তাই তাদের সঙ্গে বন্ধন ছিন্ন হওয়ার ঘোষণা চিন্তিত করেছিল তাকে। তবে পিএসজি নিজ থেকে তাকে দলে টানতে এগিয়ে আসায় এবং ভালো ব্যবহার করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি, ‘বার্সা বিবৃতি দিল, আমি তাদের হয়ে আর খেলছি না এবং তখন থেকেই আমি ভাবতে শুরু করেছিলাম যে, কীভাবে আমি ঘুরে দাঁড়াব।’

‘আমার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার জন্য আমাকে একটি নতুন ক্লাব খুঁজতে হতো। আমার সৌভাগ্য যে, পিএসজিসহ বেশ কয়েকটি ক্লাব আমার সঙ্গে যোগাযোগ করে। আমি এই ক্লাবের প্রতি কৃতজ্ঞ কারণ শুরু থেকেই তারা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে।’

বিজনেস আওয়ার/০৯ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পিএসজির কাছে কৃতজ্ঞ মেসি

পোস্ট হয়েছে : ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১

স্পোর্টস ডেস্ক- বার্সেলোনার সঙ্গে চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন লিওনেল মেসি। তিনি নতুন ঠিকানা খুঁজতে শুরু করার আগেই অবশ্য পিএসজিসহ বেশ কয়েকটি ক্লাব যোগাযোগ করে তার সঙ্গে। কয়েকজন বন্ধু ও স্প্যানিশ ভাষাভাষী ফুটবলার থাকাসহ নানা কারণে মানিয়ে নেওয়া সহজ হবে বলে এই আর্জেন্টাইন তারকা বেছে নেন ফরাসি দলটিকে। আর তাকে শুরু থেকেই যথার্থ আপ্যায়ন করায় পিএসজির প্রতি কৃতজ্ঞ রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

বার্সার অর্থনৈতিক দুরবস্থা এবং স্প্যানিশ লা লিগার আর্থিক ও কাঠামোগত বাধার কারণে ক্যাম্প ন্যুতে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি মেসির। কাতালানদের সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের অবসানের পর গত ১০ অগাস্ট বিনা ট্রান্সফার ফিতে তিনি পাড়ি জমান পিএসজিতে। নতুন ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর শর্তও রাখা হয়েছে।

নেইমার-কিলিয়ান এমবাপে-আনহেল দি মারিয়াদের সঙ্গে প্রায় দুই মাস কাটিয়ে দেওয়ার পর প্রথমবারের মতো কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। শনিবার প্রকাশিত সাক্ষাৎকারে সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’কে তিনি জানিয়েছেন পিএসজিকে বেছে নেওয়ার কারণ, ‘ক্লাবের পরিকল্পনা, এর খেলোয়াড়রা এবং দলের মান অবশ্যই আমার মন জিতে নিয়েছিল… এই সমস্ত উপাদানগুলো চুক্তিতে পৌঁছানোর বিষয়টি সহজ করেছে।’

‘(পিএসজির) লকার রুমে আমার কয়েকজন বন্ধু থাকায় আমি নিজেকে বুঝিয়েছিলাম যে, আমার জন্য মানিয়ে নেওয়া সহজ হবে। আর আমি ভুল ছিলাম না কারণ মিশে যাওয়া খুব সহজ হয়েছে। বিশেষ করে, অনেক খেলোয়াড়ই আমার মতো স্প্যানিশ ভাষায় কথা বলে।’

ফ্রান্সে পাড়ি জমানোর আগে বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারের পুরোটাই স্পেনের বার্সাতে কাটান মেসি। তাই তাদের সঙ্গে বন্ধন ছিন্ন হওয়ার ঘোষণা চিন্তিত করেছিল তাকে। তবে পিএসজি নিজ থেকে তাকে দলে টানতে এগিয়ে আসায় এবং ভালো ব্যবহার করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি, ‘বার্সা বিবৃতি দিল, আমি তাদের হয়ে আর খেলছি না এবং তখন থেকেই আমি ভাবতে শুরু করেছিলাম যে, কীভাবে আমি ঘুরে দাঁড়াব।’

‘আমার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার জন্য আমাকে একটি নতুন ক্লাব খুঁজতে হতো। আমার সৌভাগ্য যে, পিএসজিসহ বেশ কয়েকটি ক্লাব আমার সঙ্গে যোগাযোগ করে। আমি এই ক্লাবের প্রতি কৃতজ্ঞ কারণ শুরু থেকেই তারা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে।’

বিজনেস আওয়ার/০৯ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: