বিজনেস আওয়ার ডেস্ক- বিশ্বব্যাংক-এডিবির পর এবার বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশার কথা শুনিয়েছে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জানিয়েছে, চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপির ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। করোনা সংকটে বাংলাদেশের অর্থনীতির পুরোপুরি পুনরুদ্ধার নির্ভর করছে টিকা দেয়ার গতির ওপর। যদি ২০২২ সালের জুন মাস নাগাদ ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়া যায়, তাহলে প্রবৃদ্ধি ফের আগের জায়গায় ফিরে আসবে।
প্রতিষ্ঠানটি বলেছে, চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। তারা বলছে, করোনা সংকটে বাংলাদেশের অর্থনীতির পুরোপুরি পুনরুদ্ধার নির্ভর করছে টিকা দেয়ার গতির ওপর। যদি ২০২২ সালের জুন মাস নাগাদ ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়া যায়, তাহলে প্রবৃদ্ধি ফের আগের জায়গায় ফিরে আসবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আরও বলছে, আগামী পাঁচ বছরের মধ্যে, অর্থাৎ ২০২৬ সাল নাগাদ বাংলাদেশের মানুষের মাথাপিছু বার্ষিক আয় ৩ হাজার ডলার ছাড়িয়ে যাবে। আর ওই সময়ে বাংলাদেশের অর্থনীতি বা জিডিপির আকার বেড়ে ৫০ হাজার কোটি ডলারে উন্নীত হবে। বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৮৫ টাকা ৬০ পয়সা) টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ৪২ লাখ ৮০ হাজার কোটি টাকা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে বাংলাদেশের অর্থনীতির আকার এখন ৩০ লাখ ১১ হাজার ৬৪ কোটি টাকা। আর মানুষের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার
বিজনেস আওয়ার/০৯ অক্টোবর, ২০২১/এএইচ