1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ঢাবির হল
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ঢাবির হল

  • পোস্ট হয়েছে : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের আবাসিক শিক্ষার্থীদের জন্য হলগুলো উন্মুক্ত করা হয়েছে। আজ (১০ অক্টোবর) থেকে নিজ নিজ হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা।

এর আগে গত মঙ্গলবার (৫ অক্টোবর) স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে ওঠেন।

একইসঙ্গে আগামী ১৬ অক্টোবর সশরীরে ক্লাস-পরীক্ষা শুরুর সুপারিশ করেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। সেটি আগামী ১৭ তারিখ থেকে শুরুর অনুমোদন দেয় অ্যাকাডেমিক কাউন্সিল।

বিশ্ববিদ্যালয়ে থেকে জানানো হয়েছে, স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ‌্যে যারা করোনাভাইরাসের টিকার অন্তত এক ডোজ নিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে টিকা কার্ড বা সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে ১০ অক্টোবর থেকে আবাসিক হলে উঠতে পারবেন।

এদিকে, টিকা নেওয়ার সুবিধার্থে শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য গত ৭ অক্টোবর টিএসসিতে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র স্থাপন করা হয়েছে। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা এ কেন্দ্র থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দ্রুত এনআইডি পাবেন।

বিজনেস আওয়ার/১০ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ