বিজনেস আওয়ার ডেস্ক- গাজীপুরে ইন্টারলিংক অ্যাপারেল্স কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এতে বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানজট লেগে আছে।
রোববার (১০ অক্টোবর) সকাল ৯ টার থেকে চলছে ওই আন্দোলন।
প্রতিদিনের মতো রোববার (১০ অক্টোবর) কারখানার শ্রমিকরা কাজে যোগদান করতে এসে দেখেন কারখানা বন্ধ। অথচ আজ তাদের বেতন দেওয়ার কথা ছিল। হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে ফেলেন। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
কারখানা শ্রমিকেরা জানান, গতকাল শনিবার (৯ অক্টোবর) রাতেও কাজ করেছি। আজ বেতন দেওয়ার কথা ছিল কিন্তু এসে গেটে নোটিশে লেখা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ।
ওই প্রতিষ্ঠানের শ্রমিক সোহান বলেন, প্রতিমাসে বেতন দিতে এমন ঝামেলা করে। এজন্য আমরা আন্দোলন করছি।
কারখানার ব্যবস্থাপকের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বিজনেস আওয়ার/১০ অক্টোবর, ২০২১/এএইচ