বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে একমাত্র তালিকাভুক্ত আইসক্রীম কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রীম। এ কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরে মুনাফায় বড় উত্থান হয়েছে। একইসঙ্গে কোম্পানিটিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ। যে বৃদ্ধিকে ইতিবাচক মনে করেন বিনিয়োগকারীরা।
শেয়ারবাজারে বিদেশী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারধারনকে ইতিবাচক হিসেবে দেখা হয়। যেসব কোম্পানিতে বিদেশী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহন বৃদ্ধি পায়, সেখানে সাধারন বিনিয়োগকারীরাও ঝুকেঁ পড়তে চায়। এছাড়া ওই কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে আস্থা পায় সাধারন বিনিয়োগকারীরা। কারন বিদেশী ও প্রাতিষ্ঠানিকরা সাধারন বিনিয়োগকারীদের চেয়ে অনেক বেশি বিচার-বিশ্লেষন করে বিনিয়োগ করার সক্ষমতা রাখে এবং করে।
চলতি বছরে তালিকাভুক্ত হওয়া লাভেলো আইসক্রীমেও সেরকম হয়েছে। এ কোম্পানিটিতে মাসের ব্যবধানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহন বেড়েছে ২.৩৫ শতাংশ। গত ৩১ আগষ্টের ৬.৬০ শতাংশ শেয়ারধারন বেড়ে ৩০ সেপ্টেম্বর ৮.৯৫ শতাংশ হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির ২.৩৫ শতাংশ শেয়ার কিনেছেন।

এছাড়া কোম্পানিটিতে উদ্যোক্তা/পরিচালকদের হাতে লক-ইন রয়েছে বড় অংশ। এ কোম্পানিটির ৫৮.২৪ শতাংশ শেয়ার রয়েছে তাদের হাতে। বাকি ৩২.৮১ শতাংশ রয়েছে সাধারন বিনিয়োগকারীদের হাতে।
এদিকে শেয়ারবাজারে গত ১০ ফেব্রুয়ারি লেনদেন শুরু হওয়ার পরে লাভেলোর ব্যবসায়ও উন্নতি হয়েছে। কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরের ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৬ টাকা। যার পরিমাণ আগের বছরের একইসময়ে হয়েছিল ০.১৪ টাকা। এ হিসেবে মুনাফা বেড়েছে ০.১২ টাকা বা ৮৬ শতাংশ।
উল্লেখ্য আইপিও পূর্ব ৫৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের লাভেলো প্লান্ট অ্যান্ড মেশিনারীজ, ফ্রিজ ও যানবাহন ক্রয় এবং ঋণ পরিশোধের জন্য শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করে। যাতে করে আইপিও পরবর্তীতে কোম্পানিটির পরিশোধিত মূলধন বেড়ে দাড়িঁয়েছে ৮৫ টাকায়। এই কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার রবিবার (১০ অক্টোবর) লেনদেন শেষে দাড়িঁয়েছে ৩৭.৮০ টাকায়।
বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২১/আরএ
One thought on “মুনাফার সঙ্গে প্রাতিষ্ঠানিকদের বিনিয়োগ বৃদ্ধি”