বিজনেস আওয়ার প্রতিবেদক : দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উড়তে থাকা ব্রাজিলকে থামিয়ে দিল কলম্বিয়া। সোমবার ঘরের মাঠে তারা ব্রাজিলকে রুখে দিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।
পুরো ম্যাচে প্রভাব বিস্তার করে খেলেও জালের নাগাল পায়নি নেইমার বাহিনী। প্রথমার্ধে কাছের পোস্টে নেইমারের নেওয়া দারুণ একটি শট ডাইভ দিয়ে রক্ষা করেন কলম্বিয়ার ডেভিড অসপিনা।
গোলের সুযোগ পেয়েছিলেন লুকাস পাকুয়েতাও। কিন্তু গোললাইন অতিক্রম করাতে পারেননি। এ সময় নেইমারের পাস থেকে বল পেয়ে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন পাকুয়েতা। তার সামনে ছিল কেবল কলম্বিয়ার গোলরক্ষক অসপিনা। কিন্তু তিনি লক্ষ্যভ্রষ্ট শট নেন।
কলম্বিয়া অবশ্য খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। যেটা পেরেছিল সেটা প্রথমার্ধে সেট পিস থেকে। এ সময় হুয়ান কুইন্তেরোর নেওয়া বাকানো ফ্রি কিক ইয়েরে মিনার মাথা ছুঁয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।
বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২১/কমা