1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
শাস্তির মুখে মেট্রো স্পিনিং
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

শাস্তির মুখে মেট্রো স্পিনিং

  • পোস্ট হয়েছে : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও মেট্রো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর প্রদান করতে হবে।

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

এই বিধান সত্ত্বেও গতকাল (১০ অক্টোবর) মেট্রো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ৩ কোটি ৮ লাখ ৪৯ হাজার ১৩৮ টাকার বোনাস শেয়ার দেবে।

বিধান অনুযায়ি, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় মেট্রো স্পিনিংকে ৩ কোটি ৮ লাখ ৪৯ হাজার ১৩৮ টাকার উপরে ১০ শতাংশ হারে ৩০ লাখ ৮৪ হাজার ৯১৪ টাকার অতিরিক্ত কর প্রদান করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে মেট্রো স্পিনিংয়ের সচিব মোজাম্মেল হক বিজনেস আওয়ারকে বলেন, লভ্যাংশের সিদ্ধান্ত পর্ষদ নিয়েছে। তবে সেটি বার্ষিক সাধারন সভায় (এজিএম) পরিবর্তনের সুযোগ আছে। শেয়ারহোল্ডাররা না চাইলে দেওয়া হবে না।

বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ