বিজনেস আওয়ার প্রতিবেদক (ঝিনাইদহ) : ঝিনাইদহে ৩০ লাখ টাকার বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ উদ্ধার করেছে র্যাব-৬ (সিপিসি-২) ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় দীপক নামে একজনকে আটক করা হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে শহরের চাকলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সরকারি ওষুধ উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সংবাদ পায় শহরের চাকলা পাড়ায় বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ লুকিয়ে রাখা হয়েছে। বাড়ি তল্লাশি করে ১৪ কার্টন ওষুধ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। আটক করা হয় বাড়ির মালিক দিপক বিশ্বাসকে।
মাসুদ আলম আরও বলেন, ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে এই সরকারি ওষুধ ঝিনাইদহে আনা হয়েছে। এগুলো ঝিনাইদহ ও আশপাশের জেলার গ্রামাঞ্চলের চিকিৎসকদের মাধ্যমে বিক্রি করা হয় বলে আটককৃত ব্যক্তি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিজনেস আওয়ার/০৫ জুলাই, ২০২০/এ