বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউরোপ অঞ্চলের দলগুলোর মধ্যে সর্বপ্রথম কাতার বিশ্বকাপ টিকেট নিশ্চিত করেছে জার্মানি। সোমবার (১১ অক্টোবর) দিবাগত রাতে ‘জে’ গ্রুপে নিজেদের অষ্টম ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দুই ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তারা আছে শীর্ষে। সমান ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা রোমানিয়ার সংগ্রহ ১৩ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা নর্থ মেসিডোনিয়ার সংগ্রহ ১২ পয়েন্ট। শেষ দুই ম্যাচ জিতলেও রোমানিয়া
খেলার ৫০ মিনিট পর্যন্ত নর্থ মেসিডোনিয়া তাদের ঘরের মাঠ তোসে প্রোয়েস্কি অ্যারেনায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে আটকে রাখে। এরপর খেই হারায়। পরবর্তী ৩৩ মিনিটে হজম করে চার-চারটি গোল।
৫০ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে থমাস মুলার বল নিয়ে ঢুকে পড়েন বক্সের মধ্যে। তাকে রুখতে বেশ সামনে চলে আসেন মেসিডোনিয়ার গোলরক্ষক স্টোল দিমিত্রিয়েভেস্কি। মুলার তাকে পরাস্ত করার চেষ্টা না করে বামদিকে বল দেন কাই হার্ভেটজকে। তাকে রোখার চেষ্টা করে ব্যর্থ হন গোলরক্ষক। নিশ্চিন্তমনে হার্ভেটজ ফাঁকা পোস্টে বল জড়ান।
৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিমো ভেরনার। এ সময় সেট পিস থেকে থমাস মুলার বক্সের মধ্যে বল দেন ভেরনারকে। তখন তার সামনে কেবল গোলরক্ষক। জোরালো শটে তার নাগালের বাইরে দিয়ে বল জালে পাঠান চেলসি ফরোয়ার্ড। ৭৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ভেরনার। আর ৮৩ মিনিটে মেসিডোনিয়ার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন জার্মানির ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুজিয়ালা। এটা ছিল জাতীয় দলের হয়ে তার করা প্রথম গোল।
বিজনেস আওয়ার/১২ অক্টোবর, ২০২১/কমা