বিজনেস আওয়ার প্রতিবেদক : ব্যাংকের ইস্যুকৃত সব পারপিচুয়াল বন্ডকে লেনদেনযোগ্য সিকিউরিটিজ হিসেবে স্টক এক্সচেঞ্জের মূল প্লাপটফর্মে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৭৩১তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (০৫ জুলাই) বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো: সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারপিচুয়াল বন্ডকে স্টক এক্সচেঞ্জের মূল প্লাপটফর্মে তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় বিধি বিধান প্রণয়ন করবে।
বিজনেস আওয়ার/০৫ জুলাই, ২০২০/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: