স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে বুধবারের (১৩ অক্টোবর) দুটি ম্যাচই অলিখিত সেমিফাইনাল। যারা জিতবে তারা যাবে ফাইনালে। বিকাল ৫টায় বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। রাত ১০টায় ভারতকে আতিথেয়তা দেবে মালদ্বীপ। সমীকরণ একটাই, যারা জিতবে তারাই যাবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসরের ফাইনালে। ম্যাচটি সরাসরি দেখাবে দেশের স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।
সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ১৬ বছর পর ফাইনালে খেলার হাতছানি বাংলাদেশের সামনে। ফাইনালের চ্যালেঞ্জ নিয়ে মালদ্বীপে যাওয়া বাংলাদেশ এখন পর্যন্ত নিজেদের কক্ষপথেই আছে। দৃষ্টি সীমানা বহুদূর অস্কার ব্রুজোনের শিষ্যদের। জিততে চায় ফাইনালও। তবে আপাতত তাদের নেপালের বাধা অতিক্রম করতেই হবে।
লিগ পর্বের প্রথম দুই মাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এবং ভারতের বিপক্ষে ড্র করে জামাল ভূঁইয়ারা। কিন্তু তৃতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপের কাছে হেরে ফাইনালে খেলা অনেকটাই কঠিন করে তোলেন। ফলে লিগের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প নেই।
বিজনেস আওয়ার/১৩ অক্টোবর, ২০২১/এএইচ