বিজনেস আওয়ার প্রতিবেদক: আজ থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর)। পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজে ১২০ শিক্ষার্থীকে টিকাদান এ কার্যক্রম শুরু হয়।
আজ বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মেডিকেল কলেজ হলরুমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কমর্সূচির উদ্বোধন করেন।
সিভিল সার্জন কার্যালয় জানায়, শিক্ষার্থীদের বয়স নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৭ বছরের মধ্যে। জেলা শহরের সরকারি এস কে বালিকা বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ও গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীসহ মোট ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রয়োগ করা হবে।
বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২১/এএইচ