1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
পেরুকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন আর্জেন্টিনার
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

পেরুকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন আর্জেন্টিনার

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পেরুকে হারিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। শুক্রবার ভোরে ঘরের মাঠ বুয়েন্স এইরেসের অ্যান্তোনিও ভেসপুচি লিবার্টি স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে পেরুকে।

এই জয়ে কাতার বিশ্বকাপের আরও কাছে পৌঁছে গেল লিওনেল স্কালোনির শিষ্যরা। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তারা আছে দ্বিতীয় স্থানে। ১১ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।

ঘরের মাঠে পেরুর বিপক্ষে অবশ্য ১০ মিনিটেই জালের নাগাল পেয়েছিল আর্জেন্টিনা। এ সময় রদ্রিগো দি পলের ক্রস থেকে গোল করেছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। কিন্তু সেটা অফসাইডের কারণে বাতিল হয়। দারুণ দুটি গোলের সুযোগ পেয়েছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়াও। কিন্তু সেটা থেকে গোল আদায় করে নিতে পারেননি তিনি।

প্রথমার্ধের শেষ দিকে (৪৩ মি.) গোল পেয়ে যান লাওতারো মার্টিনেজ। এ সময় ডানপ্রান্ত থেকে নাহুয়েল মলিনার ক্রসে হেড নিয়ে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ম্যাচে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই।

বিজনেস আওয়ার/১৫ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ