ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমার থেকে আসলো ৮,০০০ টন পেঁয়াজ

  • পোস্ট হয়েছে : ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • 62

বিজনেস আওয়ার প্রতিবেদক: ভারতে ভারী বর্ষণের ফলে কয়েক সপ্তাহ ধরে কাঁচাবাজারে পেঁয়াজের দাম বাড়ার পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে ৮ হাজার টনেরও বেশি পেঁয়াজ।

বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টা পর্যন্ত গত ১৪ দিনে ব্যবসায়ীরা মোট ৮ হাজার ১০০ টন পেঁয়াজ আমদানি করেছেন।

এর আগে সেপ্টেম্বরে প্রতিবেশী দেশটি থেকে মোট ২ হাজার ৯৮৮ টন এবং আগস্টে ৭৬৫ টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল বলে জানা যায়।

টেকনাফ ল্যান্ড পোর্ট সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আমিন বলেন, “আমরা যদি আমদানি বাড়াতে থাকি, তাহলে মিয়ানমারও তাদের দাম বাড়িয়ে দিতে পারে”।

তিনি বলেন, “জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যেই পেঁয়াজ আমদানির উপর থেকে ৫% আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। তবে এখানে এই পদক্ষেপ এখনও বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, “স্থানীয় মূল্য স্বাভাবিক রাখতে আমরা আগামী কয়েক দিনের মধ্যে আরো ১০ হাজার টন পেঁয়াজ আমদানি করবো বলে আশা করছি”।

বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মিয়ানমার থেকে আসলো ৮,০০০ টন পেঁয়াজ

পোস্ট হয়েছে : ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: ভারতে ভারী বর্ষণের ফলে কয়েক সপ্তাহ ধরে কাঁচাবাজারে পেঁয়াজের দাম বাড়ার পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে ৮ হাজার টনেরও বেশি পেঁয়াজ।

বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টা পর্যন্ত গত ১৪ দিনে ব্যবসায়ীরা মোট ৮ হাজার ১০০ টন পেঁয়াজ আমদানি করেছেন।

এর আগে সেপ্টেম্বরে প্রতিবেশী দেশটি থেকে মোট ২ হাজার ৯৮৮ টন এবং আগস্টে ৭৬৫ টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল বলে জানা যায়।

টেকনাফ ল্যান্ড পোর্ট সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আমিন বলেন, “আমরা যদি আমদানি বাড়াতে থাকি, তাহলে মিয়ানমারও তাদের দাম বাড়িয়ে দিতে পারে”।

তিনি বলেন, “জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যেই পেঁয়াজ আমদানির উপর থেকে ৫% আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। তবে এখানে এই পদক্ষেপ এখনও বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, “স্থানীয় মূল্য স্বাভাবিক রাখতে আমরা আগামী কয়েক দিনের মধ্যে আরো ১০ হাজার টন পেঁয়াজ আমদানি করবো বলে আশা করছি”।

বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: