বিজনেস আওয়ার প্রতিবেদক : ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির কাছে ৪-২ গোলের ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের ১৯ মিনিটে ম্যানইউর ম্যাসন গ্রিনউড গোল করে এগিয়ে নেন দলকে। তবে ৩১ মিনিটে লেস্টারের ইউরি তিয়েলেমান্স গোল করে সমতা ফেরান। ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর ৭৮ মিনিটে লেস্টারের ক্যাগলার সয়ুনকু গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। ৮২ মিনিটে ম্যানইউর মার্কাস রাশফোর্ড গোল করে সমতা ফেরান। কিন্তু পরের মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। এ সময় গোল করেন লেস্টারের জিমি ভার্ডি। আর ৯০+১ মিনিটে পাস্তন ডাকার গোলে ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য ফক্সেসরা।
এই হারে ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে ম্যানইউ। অন্যদিকে ৮ ম্যাচ থেকে ১১ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের একাদশতম স্থানে উঠে এসেছে লেস্টার সিটি।
বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২১/কমা